দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজিসহ আটজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম : সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাজ্জাদ হোসেন (২৬) ও তার বড় ভাই আবদুল হামিদের মেয়ে জোমাইরা খাতুন (৬)। সিলেট : দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন মোটরসাইকেল চালক জাহাঙ্গীর মিয়া (৪২)। গতকাল দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : সদর উপজেলায় অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মায়ের মৃত্যু হয়েছে। নিহত রাশিদা খাতুন (৫০) জেলার তালতলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। লালমনিরহাট : লালমনিরহাট-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এন্না খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলা এলাকায় বালু বোঝাই ট্রাকের চাপায় আয়ান হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সাভার (ঢাকা) : আশুলিয়ায় গতকাল সকালে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ হারান আলমগীর (৪২) নামে এক অটোরিকশাচালক। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় সাবিদ সিকদার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।