শিরোনাম
সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কলেজছাত্রের খুনিদের গ্রেফতার দাবি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ডিপ্লোমা ইন এগ্রিকালচারালের ছাত্র আরিফুল ইসলাম (১৯) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। নিজ বাড়িতে গতকাল সংবাদ সম্মেলন আয়োজন করে তারা এ দাবি জানান। নিহত আরিফুলের মা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, পাশের বাড়ির এক মেয়েকে আমার ছেলে ভালোবাসতো। এর জেরে ১৫ দিন আগে ওই মেয়ের আত্মীয় রাকিবুল ইসলাম, রেজা, পলাশ, রুবেল, আনিছুর আমার ছেলেকে মেরে ফেলার হুমকি ও গুম করার কথা বলে। আমরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি। ৪ এপ্রিল সন্ধ্যায় ছেলে নিখোঁজ হয়। ৭ এপ্রিল তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

 

সর্বশেষ খবর