গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের চক্রবর্তী এলাকার একটি কলোনির শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।
ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় একটি কলোনিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন টিনশেডের পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির শতাধিক কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।