রূপগঞ্জে ইয়ামিন (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রূপগঞ্জ সদর ইউনিয়নের বালির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়ামিন রাজধানীর মেরুল বাড্ডার ফিরোজ আলম মাসুদের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক মিরাজ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধুখালী ভক্তবাড়ি এলাকার বালির মাঠ শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে লাশ প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মধুখালী ভক্তবাড়ি এলাকার বালির মাঠে ফেলে যায়। এ ঘটনায় শিশুর মা আমেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।