বগুড়ার একাধিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিল্পপতি দেলওয়ারা বেগমের হঠাৎ মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় তার স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- মৃত দেলওয়ারা বেগমের ভাতিজা দেলোয়ার হোসেন, আলা হোসেন, টিপু হোসেন, বেলী বেগম, আকলিমা বেগম, লাভলী আকতার, নাতি আবদুর রহমান আলিফ, আকাশ হোসেন, নোমান হাবিব ও নুরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে স্বজনরা বলেন, তার দাফন সম্পন্ন করার আগে মরহুমার বড় মেয়ে আকিলা শরিফা সুলতানা খানম ও তার স্বামীকে মায়ের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি। আমরা দেলওয়ারা বেগমের উত্তরাধিকারী। তাকে তড়িঘড়ি করে দাফন করা হয়েছে। লোকমুখে তার রহস্যজনক মৃত্যুর খবর জানার পর তার মেয়েকে একনজর মায়ের লাশ দেখতে দেওয়া হয়নি। এ ঘটনায় ৮ মে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মরহুমার বড় মেয়ে আকিলা শরিফা সুলতানা খানম মামলা করেছেন। আকিলা শরিফা সুলতানা খানমের মামলাটি এখন পিবিআইর কাছে তদন্তাধীন রয়েছে।আমরা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।