রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

বেনাপোলে ৩ কোটি টাকার সোনার বার জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭ পিস (২ কেজি ৮২৯ গ্রাম) সোনার বারসহ মিকাইল হোসেন পিন্টু নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পোর্ট থানার খলশী এলাকায় গতকাল সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা যৌথ অভিযান চালান। আটক মিকাইল বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে। জব্দ সোনার মূল্য ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আহমেদ জামিল হোসেন জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ সোনার চালান আসবে এমন খবরে বিজিবির দুটি টহল দল খলশী গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন পাচারকারী খলশী বাজার হয়ে মাঠ দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। দেহ তল্লাশি করে তার কোমরে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৭ পিস সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় মামলা দিয়ে আটক যুবককে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর