রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

চককসবা বিলের বাঁধ অপসারণ

নওগাঁ প্রতিনিধি

চককসবা বিলের বাঁধ অপসারণ

বিলের বাঁধ অপসারণে কোদাল হাতে জেলে সম্প্রদায় -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর মান্দা উপজেলার চককসবা বিলের সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে কোদাল হাতে বিলে নেমেছেন জেলেরা। গতকাল সকাল থেকে আশপাশের ১৩ গ্রামের ৩ শতাধিক জেলে প্রভাবশালীদের দেওয়া বাঁধ অপসারণ কাজ শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুপুরে ওই বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে খননযন্ত্র ফেলে পালিয়ে যান দখলবাজরা। চককসবা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি বেদখল হলে বিলে আর মাছ শিকার করতে পারবেন না ১৩ গ্রামের অন্তত ৩ হাজার জেলে। আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেলে এসব জেলে পরিবারে নেমে আসবে দুর্দিন। জেলেদের জীবন জীবিকার স্বার্থে বিলটি দখলমুক্ত করতে নিজেরাই কোদাল হাতে বিলে নেমেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, চককসবা বিল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে বিলের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বাঁধ অপসারণের জন্য জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর