ভারতের বিভিন্ন স্থানে হামলায় পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরারব এবং অন্য রাজ্যের সীমান্তে পাকিস্তান যে সামরিক পদক্ষেপ নিয়েছে তাতে ব্যবহার করা হয়েছে তুরস্কের দেওয়া ড্রোন।
ভারত আরও দাবি করে, তুরস্কের দেওয়া এমন ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তা দিয়ে তারা ভারতের সামরিক ও বেসামরিক এলাকার টার্গেটে হামলা করছে।
লাদাখের লেহ থেকে গুজরাটের স্যার ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে এসব ড্রোন ব্যবহার করা হয়েছে।
ভারতের দাবি, পাকিস্তান ড্রোন ব্যবহার করেছে প্রায় ৪০০টি। ভারতের সেনাবাহিনী তার মধ্যে বেশ কয়েকটি গুলি করে ভূপাতিত করেছে। সরকার বলেছে, এসব ড্রোনের ধ্বংসাবশেষ ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। এসব পরীক্ষার প্রাথমিক তথ্যে বলা হয়েছে, এগুলো তুরস্কের ‘আসিস গার্ড সোঙ্গার’ ড্রোন।
ভারত আরও জানায়, জম্মু ও কাশ্মীরে বেসামরিক লোকজনের বিরুদ্ধে হামলায় তুরস্ক নিন্দা জানায়নি। এমনকি পাকিস্তান সংশ্লিষ্ট উগ্রপন্থীরা ভারতীয় যেসব পর্যটককে হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানায়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানকে নৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে দীর্ঘদিন যাবত সহায়তা করে আসছে তুরস্ক। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। সাক্ষাৎ শেষে কাশ্মীর ইস্যুতে তুরস্কের দ্ব্যর্থহীন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেহবাজ শরিফ। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু
বিডি প্রতিদিন/একেএ