আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জনতার দল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শাহবাগের আন্দোলনে যোগ দেয় দলটি।
এ সময় তাদের হাতে দলীয় ব্যানারসহ জুলাই আন্দোলনে বিভিন্ন পোস্টার দেখা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন স্লোগানও দেন তারা। জনতার দলের সদস্য সচিব আজম খানের নেতৃত্বে আন্দোলনে অংশ নেন দলটির মুখ্য সমন্বয়ক ডেল এইচ খান, সহ-দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ, সদস্য অধ্যাপক আজরিন সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহসিন, মেজর (অব.) জাকিরসহ শতাধিক নেতাকর্মী।
দলটির সদস্য সচিব আজম খান বলেন, আজ আমরা জনতার দল আওয়ামী লীগ নিষিদ্ধে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে এসেছি। সারাদেশে আজ দাবি উঠেছে ফ্যাসিস্টদের দল আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার জন্য। এর সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিজেই আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছিল। গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন- স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯ এর ধারায় এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া সম্ভব।
আজম খান প্রশ্ন রেখে বলেন, অস্ত্র হাতে নেওয়ার জন্য ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, অথচ যারা ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে তাদের কেন ব্যান করা হবে না? যতক্ষণ ছাত্রলীগকে ব্যান করা হবে না, ততক্ষণ জনতার সঙ্গে জনতার দল বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাবে।
বিডি-প্রতিদিন/শআ