আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, ভাস্করদেব রবি ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদ মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। ধারকর্জ ঋণের বোঝা বাড়বে। দাম্পত্যজীবনে চিড় ধরতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে। লৌকিকতা পরিহার করুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভাইবোন আত্মীয়পরিজনের সহযোগিতা পাবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। প্রেমীযুগলের প্রেম-বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। গোটা পরিবারে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা বার্তা পাকাপাকি হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আজ আপনার আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। বিনোদন শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। দিনটি স্মরণীয় ও আনন্দের। নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সন্তানদের সফলতা চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। আয়-উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। মিথ্যা দুর্নাম বদলাম কলঙ্ক চেপে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন।