ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে উদ্বেগের খবর জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির আশঙ্কা, ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত। এজন্য তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছে দলটি। খবর সামা টিভির
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলে মুক্তি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে যে, ভারত-পাকিস্তান অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তা হুমকি রয়েছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের পক্ষে এই আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে তার ‘সবচেয়ে বড় প্রতিপক্ষ’ হিসেবে দেখেন। তাই তাকে লক্ষ্য করে আদিয়ালা জেলে ড্রোন হামলা চালাতে পারে ভারত। ইমরান খান বর্তমানে এই কারাগারে আটক রয়েছেন।
আবেদনে পাকিস্তানের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং দেশটির কারাবিধির বিধান উল্লেখ করা হয়েছে। যা ইমরান খানের শর্তসাপেক্ষ মুক্তির দাবি সমর্থন করে। আদালতের প্রতি আবেদন জানানো হয়েছে, ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য এবং বহিরাগত হুমকির কারণে জরুরি ভিত্তিতে প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে।
বিডি-প্রতিদিন/শআ