ভারতের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যেই পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া রাজ্যে। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।
ভৌগোলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে, ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।
বিডি-প্রতিদিন/শআ