নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘বডি স্ক্যানার’, ‘লাগেজ স্ক্যানার’ এবং ‘জ্যামার’ স্থাপনের। তবে আপাতত মোবাইল ফোনে কথোপকথন নিয়ন্ত্রণের জন্য ‘জ্যামার’ এবং ১৪০টি ‘সিসি ক্যামেরা’তে ভরসা করেই চালু হচ্ছে বিশেষ কারাগারটি। মূলত মহিলা বন্দিদের জন্য ঢাকার কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারটি নির্মাণ করা হলেও এখন তাতে রাখা হবে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও উচ্চপদস্থ আমলাদের। আপাতত ২০০ জন ভিআইপি এবং ৫০ জন সাধারণ বন্দিকে রাখার টার্গেটেই প্রস্তুত করা হচ্ছে এই কারাগারটি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাতুল ফরহাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে পুরুষ কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি থাকায় নতুন স্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ কারাগারের জন্য জেল সুপার এবং জেলারসহ বেশকিছু জনবল এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই চিকিৎসক, ফার্মাসিস্টসহ অন্যরা যোগদান করবেন। আপাতত ২০০ জন ভিআইপি বন্দি রাখার জন্য উপযোগী করে দিতে গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। কারা সূত্র বলছে, নিরাপত্তা নিশ্চিতের জন্য কেবলমাত্র ১৪০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা কেনা হয়েছে। তবে এখনো সেগুলো স্থাপন করা হয়নি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘জ্যামার’ এখনো কেনা সম্পন্ন হয়নি। তবে চীনের কারাগারগুলোতে স্থাপিত জ্যামারগুলোকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে। সম্প্রতি চীন সফর করে আসা কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালের মতামতই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের স্যাম্পলগুলো ট্রায়াল করছে কারা কর্তৃপক্ষ। স্পেসিফিকেশনে মিললেই সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করেই সেগুলো কেনা হবে। এজন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র আরও বলছে, নরসিংদী জেলা কারাগারের জন্য চলমান প্রজেক্টে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার এবং জ্যামারের বিষয়টি উল্লেখ ছিল। গণপূর্তের নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে একটি চায়না প্রতিষ্ঠান নমুনা হিসেবে এসব সরঞ্জাম সরবরাহ করেছিল। সেগুলোর ট্রায়াল দেওয়া হয়েছে ভিআইপি বন্দিদের জন্য প্রস্তুত হতে যাওয়া এই কারাগারে। তবে এসব স্ক্যানার এবং জ্যামারের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়নি কারা কর্তৃপক্ষ। এখন সেগুলো ফিরিয়ে দিতে গণপূর্ত বিভাগকেও অবহিত করেছে কারা অধিদপ্তর। জানা গেছে, সিনিয়র জেল সুপার হিসাবে এরই মধ্যে বিশেষায়িত এই কারাগারে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে শাখাওয়াত হোসেন যোগদান করেছেন। ডেপুটি জেলার, ফার্মাসিস্ট এবং কারারক্ষীসহ অন্য স্টাফরাও যোগদান করতে শুরু করেছেন। কারা সূত্র বলছে, ৩০০ বন্দির জন্য এই মহিলা কেন্দ্রীয় কারাগারটি প্রস্তুত করার প্রক্রিয়া চলমান থাকলেও ২০২০ সালে করোনা মহামারির সময়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কারা কর্তৃপক্ষ। তবে আদালতের নির্দেশে তাকে নিজ বাসায় গৃহবন্দি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা দেওয়ার অনুমতি দেওয়ার কারণে সে আয়োজন ভেস্তে যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা এবং সচিব পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বিশেষ নজরদারিতে রাখার জন্যই মূলত এই কারাগারের ব্যবস্থা করা হচ্ছে। ভিআইপি বন্দিদের সেবার জন্য সেখানে রাখা হবে কিছু সাধারণ বন্দি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল