বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণের নায়ক হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার এখন বাংলাদেশের সেরা তারকা। জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেও ফেলেছেন। হামজার সঙ্গে আরও এক তারকা ফুটবলার খেলছেন। কানাডা জাতীয় দলের পক্ষে খেলা সামিত সোম। হামজা ও সামিত দুজনই খেলেছেন জাতীয় দলের সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে। সেপ্টেম্বরে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। বাফুফে অবশ্য ইউরোপের কয়েকটি দলের সঙ্গে খেলার জন্য যোগাযোগ করেছিল। দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশের সঙ্গে আলোচনা করেছে বাফুফে। আলোচনা কিছু এগিয়েছেও। শেষ পর্যন্ত নেপালের সঙ্গে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ৯ ও ১৪ অক্টোবর ম্যাচ দুটির প্রস্তুতি হিসেবে। নেপালের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না হামজা ও সামিত। হামজা এখন লিস্টার সিটির প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। সামিত ব্যস্ত থাকবেন কানাডিয়ান লিগে কাভালরির পক্ষে খেলার জন্য।
দুজনের না খেলার বিষয়ে জাতীয় দল কমিটির সদস্য ছাইদ হাসান কানন বলেন, ‘ওরা খেলায় ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না।’