নেপালের উত্তপ্ত পরিবেশে গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচ আগের দিন বাতিল করা হয়। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) থেকে জানানো হয় নিরাপত্তার কারণে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। খেলা যখন হবে না তখন বাংলাদেশ গতকালই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিল। ৩২ জনের টিকিটও নিশ্চিত করা হয়। বাংলাদেশ বিমানের ০৩৭২ ফ্লাইটে বিকালেই ঢাকা পৌঁছানোর কথা জাতীয় দলের ফুটবলারদের। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে নেপাল ছাড়া হলো না। টিম হোটেলে আটকা আছেন জামাল ভূঁইয়ারা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় খবর আসে দেশে ফেরা সম্ভব নয়। সব ফ্লাইট বাতিল করেছে নেপাল বিমান কর্তৃপক্ষ। ফুটবলারদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এছাড়া নেপাল সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।
কাঠমান্ডুর পরিস্থিতি আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। ছাত্রদের আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেপাল সেনাবাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বাংলাদেশ ফুটবল দল নেপালে আটকা থাকলেও নিরাপদ ও সুস্থ রয়েছে। বাফুফে থেকেই বলা হচ্ছে ভয়ের কিছু নেই। একই হোটেলে আবার নেপাল জাতীয় দল অবস্থান করছে। নিরাপত্তার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, পরিস্থিতির চরম অবনতির কারণে কাঠমান্ডু বিমানবন্দর কড়া পাহারায় রাখা হয়েছে। সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছে ঘুরতে আসা বাংলাদেশিরা কোনো অবস্থায় যেন হোটেল থেকে বের না হন। পুরো শহরে রেড এলার্ট জারি করা হয়েছে।
কাঠমান্ডুতে ফুটবল দলের সঙ্গী বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘সব ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফেরা সম্ভব হয়নি। তবে এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আতঙ্কের কিছু নেই। ফ্লাইট চালু হলেই দেশে ফেরা হবে।’ আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকায় হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কয়েকদিনের ব্যবধানে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে হংকংয়ে। দলের প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা। প্রথমটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়টি বাতিল হয়।