চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মৌন মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বিকালে কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মৌন মিছিল বের করে শহীদ মিনার পর্যন্ত যান নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন ও চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু স্বৈরাচার পালালেও দেশ নিয়ে এখনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রক্তস্নাত অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সাম্যের। আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন দেশবাসী। যেখানে থাকবে না কোনো বৈষম্য, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট। আর এর মাধ্যমেই জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল