আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। যদিও সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
ক্রিকেটভিত্তিক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠাতব্য এশিয়া কাপের পর এবং অক্টোবরের অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে।
সিরিজটি চূড়ান্ত হলে এটি হবে ২০২৪ সালের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সফরের দ্বিতীয় অংশ, যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে সূচি সংশোধন করে কেবল সাদা বলের ম্যাচ রাখা হয়।
সেই সিরিজটি ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার অনিশ্চয়তা ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে স্থগিত করা সিরিজটি হয়েছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে এই সফরের ওয়ানডে পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে ২-১ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।
ইএসপিএন ক্রিকইনফো বলছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করছে।
যদি টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়, তবে এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।
বিডি প্রতিদিন/কেএ