উদ্বোধনী জুটিতে ভালো শুরুর পর পথ হারিয়ে ফেলল জিম্বাবুয়ে। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের অল্পে আটকে রাখল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের ঝড়ো ফিফটিতে অনায়াসে জিতল কিউইরা।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার (১৮ জুলাই) নিউজিল্যান্ডের জয় ৮ উইকেটে। হারারেতে ১২২ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখে পেরিয়ে যায় মিচেল স্ট্যান্টনারের দল।
প্রায় ১০ বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এই সংস্করণে সব মিলিয়ে দুই দলের সাতবারের দেখায় সবকটিতে জিতল নিউজিল্যান্ড।
সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল কিউইরা। নিজেদের দুই ম্যাচের দুটিই হেরে ফাইনালে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেল জিম্বাবুয়ের।
৪টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা এ দিন কনওয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২০/৭ (মাধেভেরে ৩৬, বেনেট ২১, মাডান্ডে ৮, রাজা ১২, বার্ল ১২, মুনিয়োঙ্গা ১৩, মুসেকিওয়া ৪, মাপোসা ৯*; হেনরি ৪-০-২৬-৩, ডাফি ৩-০-১৭-০, মিল্ন ৪-০-৩০-১, স্যান্টনার ৪-০-১৮-১, ব্রেসওয়েল ২-০-১৫-১, রাভিন্দ্রা ৩-০-১০-১)
নিউ জিল্যান্ড: ১৩.৫ ওভারে ১২২/২ (সাইফার্ট ৩, কনওয়ে ৫৯*, রাভিন্দ্রা ৩০, মিচেল ২৬*; এনগারাভা ৩-০-২৫-০, মুজারাবানি ৪-০-২৭-১, গুয়ান্ডু ১.৫-০-২৮-১, মাপোসা ২-০-১৭-১, রাজা ৩-০-২৩-০)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ডেভন কনওয়ে
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ