ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশকে আক্রমণ করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া হাতকড়াসহ পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুরে এ ঘটনা ঘটে। মাসুক মিয়া উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের সদস্য ও নূরপুর গ্রামের বাসিন্দা। মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি তিনটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নাসিরনগর থানার এসআই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নূরপুর গ্রামে মাসুক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। পরে মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে। পরে মাসুকের স্বজনরা পুলিশের উপর আক্রমন চালায়। একপর্যায়ে হাতকড়া অবস্থায় মাসুক কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। এসময় মাসুকের স্বজনদের হামলায় এসআই কামালসহ পুলিশের তিন সদস্য আহত হন।
পুলিশের অপর দুই আহত সদস্যরা হলেন মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েস (২৯)। তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, মাসুক মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আটকের পর গ্রামের স্থানীয় লোকজন, তার আত্মীয়-স্বজনসহ মহিলারা ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ সঙ্গে ধস্তাধস্তি করেন তারা। এক পর্যায়ে ওই আসামি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তবে হাতকড়াসহ পালিয়ে গেছে অভিযোগ সঠিক না।
বিডি প্রতিদিন/এএম