২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার দুর্বার প্রতিরোধে ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়তে বাধ্য হয় যৌথ বাহিনীর সদস্যরা। দিনটি স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় বিজয় র্যালি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০টায় জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। সভায় জুলাই আন্দোলন চলাকালীন বিভন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায়, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম শাহেদ, বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজতি, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজু হোসেন।
এছাড়াও কর্ণকাঠী এলাকাবাসীর পক্ষে ভয়াল সেদিনের স্মৃতিচারণ করেন রেজাউল হক নয়ন, আরমান আরেফিন ও মো. সেলিম। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাজিব ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহজাবীন নওরোজ প্রীতি।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে সন্ধ্যায় গ্রাউন্ড ফ্লোরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যদের কর্তৃক সংঘটিত প্রতিরোধ বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই