পাবনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (১৮ জুলাই) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের আনিস মোড়ে এই কর্মসূচি পালন করে কয়েকটি গ্রামের বাসিন্দারা। এ মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আনিস মোড় থেকে চরসদিরাজপুর পর্যন্ত রাস্তা দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে মাটি ও বালু পাশের পদ্মা নদী থেকে উত্তোলন করে জেলার বিভিন্ন অবৈধ ভাাটার ইট নিয়ে দিন রাত ট্রাক যাতায়াত করায় রাস্তাটির এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পরেছে। বক্তারা দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানান। অন্যথায় বালি খেকোদেরও বালি পরিবহন করতে বাধা দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/এএ