বিএনপি রাষ্ট্র ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও বেঁচে থাকার অধিকারের জন্য রাজনীতি করে।
শুক্রবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।
শামীম বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি বদ্ধপরিকর। শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের মধ্য দিয়ে বিএনপি শহীদ পরিবারের পাশে থাকবে। শহীদদের হত্যার বিচার এখনো না হওয়াকে রাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সেই বিচার আদায় করাই হবে বিএনপির আগামী দিনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। যারা তখন বুকের রক্ত দিয়ে শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তারা কোনো দল-মতের জন্য নয়, দেশের মানুষের অধিকার ও ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করেছিলেন। কিন্তু আজ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে আমরা যদি তাদের চেতনা ও ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে সেটা হবে এক সরাসরি বেইমানি।
বিডিপ্রতিদিন/কবিরুল