মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জটার প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ক্লাবের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত উলভারহ্যাম্পটনের হয়ে খেলেন জটা। ২০১৮ সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উঠতে বড় ভূমিকা রাখেন পরে লিভারপুলে যোগ দেওয়া এই ফুটবলার। উলভারহ্যাম্পটনের হল অব ফেম প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুলের মতো ফুটবলাররা ক্লাবটির এই সম্মাননা পেয়েছেন।
দীর্ঘদিনের সঙ্গী রুটকে বিয়ে করার ১০ দিন পর, এই মাসের শুরুতে স্পেনের থামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জটা। ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা, তিনিও ছিলেন পেশাদার ফুটবলার।
জটা প্রতি শ্রদ্ধা জানাতে তার একটি ম্যুরাল লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডের কাছে তৈরি করা হয়েছে। এছাড়া প্রয়াত এই ফুটবলারের সম্মানে তার ২০ নম্বর জার্সি ক্লাবের পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর পরবে না বলে ঘোষণা করে লিভারপুল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ