রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারি-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূল ভিত্তিতে আঘাত হানতে চাই। সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার ও দৃঢ়।
গুজরাটের ভেদিনার শহরে অবস্থিত এই শোধনাগারটি ১৯৯৬ সালে গঠিত হয় ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে। বর্তমানে রোসনেফট এই শোধনাগারের ৪৯.১৩ শতাংশ শেয়ারের মালিক।
শুধু ভেদিনার নয়, রাশিয়া-ভারত তেল বাণিজ্যে ব্যবহৃত ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রিশন ব্যবস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ এখন থেকে রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। একসময় রাশিয়ার প্রধান তেল ক্রেতা ছিল এই দুটি অঞ্চল। তবে এরপর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার আওতায় না থেকে ভারত রুশ তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম কোনো ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। সূত্র : দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।
বিডি-প্রতিদিন/শআ