ভুটানের লিগে বাংলাদেশের নারী ফুটবলাররা গোলবন্যা বইয়ে দিচ্ছেন। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও মণিকা চাকমারা রীতিমতো জ্বলে উঠছেন। এ চার বাংলাদেশি ফুটবলার পারো এফসির হয়ে খেলছেন। তাদের গোলবন্যায় পারো এফসিও জয়ের ধারা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে তারা ২২-০ গোলে ফুটসিলিং এফসিকে হারিয়েছে। এবার এক ম্যাচেই ১৯ গোল করলেন বাংলাদেশি চার ফুটবলার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন আছেন ফর্মের তুঙ্গে। ৭ গোল করে হয়েছেন ম্যাচসেরা। এ ছাড়া ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার চারটি ও মণিকার গোল সংখ্যা দুটি। পারো এফসির গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। এবার সাত গোল করে ম্যাচসেরা হয়ে সাবিনা খাতুন বলেন, ‘গোল করছি, দল জিতছে, ভালো লাগছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক।