সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এবং নদীতীরবর্তী একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ হলেও কোনো চোরাকারবারিকে ধরতে পারেনি বিজিবি। গতকাল বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত ফাঁড়ির টহলদল এ অভিযান চালায়। জব্দ ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, প্রসাধনী ক্রিম, সানগ্লাস, শেভিং ব্লেড। এ ছাড়া অভিযানে ভারতীয় গরুও জব্দ করা হয়। সীমান্ত এলাকা ছাড়াও বিজিবির বিশেষ টহলদল গোয়াইনঘাট ও ফতেহপুরের মধ্যবর্তী নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।
এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।’