রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুটি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ দুটি বিক্রি করেন। জানা গেছে, গতকাল ভোরে ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে বেশ কয়েকটি ইলিশ ধরা পড়ে জেলেদের জালে। এর মধ্যে বড় দুটি ইলিশের ওজন হয় ২ কেজি ৯০০ গ্রাম। নীরব হালদার নামে একজন ফেরিঘাটের মৎস্য আড়তে নিলামে মাছ দুটি বিক্রি করেন। ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছ দুটি কিনে খুলনার এক প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এ ধরনের বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। পদ্মার বড় ইলিশের দাম অনেক বেশি।