করোনা মহামারির আতঙ্কে যখন দেশজুড়ে অচলাবস্থা, তখন একটি ধর্মীয় জমায়েতকে ঘিরে গোটা দেশের মুসলিম সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা হয়েছিল। সংক্রমণ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল তাবলিগ জামাতের বিরুদ্ধে। সেই সময় দিল্লির নিজামুদ্দিনে আয়োজিত তাবলিগ জামাতের সম্মেলনে বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতীয় তাবলিগ জামাতের ৭০ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একাধিক মামলা।
গত বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট সেই ৭০ জন ভারতীয় তাবলিগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর একযোগে খারিজ করে
দিয়েছেন। আদালত প্রশ্ন তুলেছেন, যখন আচমকা দেশজোড়া লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন ওই বিদেশি নাগরিকরা কোথায় যেতে পারতেন? বিচারপতি নীনা বানসাল কৃষ্ণ রায় ঘোষণা করতে গিয়ে বলেন, ‘চার্জশিট খারিজ।’ অভিযুক্তদের পক্ষে আইনজীবী আশিমা মান্ডলা আদালতে সওয়াল করেন। পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি, বিশদ রায় অপেক্ষাধীন।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ও ১০ মার্চ দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের ওই ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। তার পরই, ২৫ মার্চ থেকে দেশে কঠোর লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। দিল্লি পুলিশ আদালতে যুক্তি দিয়েছিল, অভিযুক্তরা বিদেশি নাগরিকদের আশ্রয় দিয়ে লকডাউন এবং সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। তবে হাই কোর্ট তখনই পাল্টা প্রশ্ন তোপ্রণ, যখন হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হয়, তখন সেই বিদেশিরা কোথায় যেতে পারতেন?