মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। মানুষের কল্যাণে বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে অনন্য অবদান রেখেছেন তিনি। তাঁর নির্মিত স্থাপনাগুলোর মধ্যে নওয়াব বাড়িসংলগ্ন ১০ গম্বুজবিশিষ্ট অনিন্দ্য স্থাপত্যশৈলীর মসজিদটি অন্যতম। যা ‘নওয়াববাড়ি মসজিদ’ হিসেবে পরিচিত। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি তাঁর নির্মিত নওয়াব বাড়িতে বসে পর্দার আড়াল থেকে উপমহাদেশের সব বিচারকার্য সম্পাদন, রাস্তাঘাট, পুল-ব্রিজ, স্কুল-মাদরাসাসহ যাবতীয় জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করতেন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী কুমিল্লার লাকসামে তাঁর জমিদারবাড়ির পাশে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। ফয়জুন্নেসা চৌধুরানী এ মসজিদটিতে পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রাখেন। মসজিদটির ভিতরের দেয়াল, মিম্বর আর মুয়াজ্জিনের আজান দেওয়ার জায়গায় আছে দুই ধরনের টাইলসের কারুকাজ। টাইলসগুলো খুবই দৃষ্টিনন্দন। দেয়ালের ওপরের অংশের টাইলসগুলোতে রয়েছে গোলাপি, সাদা আর নীল রঙের কারুকাজ। আর নিচের দিকের টাইলসে হালকা শ্যাওলা সবুজ রঙের ডিজাইন। মসজিদের ছাদে রয়েছে ১০টি গম্বুজ। মাঝখান বরাবর রয়েছে বড় একটি গম্বুজ। এ গম্বুজের চার ধারে মাইকগুলো লাগানো। বড় গম্বুজের চারপাশে আছে ৯টি গম্বুজ। ফয়জুন্নেসা চৌধুরানী মুসল্লিদের সুবিধার্থে একটি পুকুর খনন করেছিলেন। পাশেই রয়েছে অজু করার জন্য খননকৃত পুকুরটি। মসজিদের সামনেই শায়িত আছেন নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও তাঁর পরিবারের উত্তরসূরিরা। মসজিদের দক্ষিণে ফয়জুন্নেসা পরিবারের পারিবারিক কবরস্থান। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর ছোট কন্যা বদরুন্নেসা চৌধুরানীকে নিজ গ্রাম পশ্চিমগাঁওয়ে বিয়ে দেওয়ায় তাঁর কবর মায়ের পাশেই হয়েছে। অপর মেয়ে সৈয়দা আসাদুন্নেসা চৌধুরানীকে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার জমিদারবাড়িতে বিয়ে দিয়েছিলেন বলে এখানে তাঁর কবর নেই। সৈয়দ শাহ আজহারুল হক, আলহাজ খান বাহাদুর সৈয়দ মুহাম্মদ গাজিউল হক, মোতাওয়াল্লি আলহাজ মৌলভি সৈয়দ সিরাজুল হক, সৈয়দ মুহাম্মদ ফয়জুল হক, সৈয়দা খাইরুন্নেসা বেগমসহ আরও কয়েকজনের কবর রয়েছে এখানে। প্রত্যেক কবরফলকে নাম আর জন্ম-মৃত্যু সাল লেখা আছে। লাকসাম নওয়াব বাড়ি পরিদর্শনে আসা ভ্রমণপিপাসুদের অনেকে অনিন্দ্য সুন্দর লাকসাম নওয়াববাড়ি মসজিদে নামাজ আদায় করেন। অনেককে মসজিদটির ছবি ক্যামেরাবন্দি করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী লাকসামের অহংকার। এ লাকসামে জন্মগ্রহণ করে তিনি লাকসামকে দেশ-বিদেশে পরিচিত করে তুলেছেন। তাঁর নিজস্ব অর্থায়নে নির্মিত বিভিন্ন স্থাপনার মধ্যে লাকসাম নওয়াববাড়ি মসজিদ অন্যতম। এমন দৃষ্টিনন্দন মসজিদ লাকসামের আর কোথাও চোখে পড়ে না।’ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ বলেন, ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জীবদ্দশায় জনকল্যাণমূলক বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। তাঁর নির্মিত বিভিন্ন স্থাপনার মধ্যে ১০ গম্বুজবিশিষ্ট মসজিদটি খুবই দৃষ্টিনন্দিত। সরকারি প্রয়োজনীয় তদারকি না থাকায় মসজিদটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। দেশ-বিদেশ থেকে পর্যটকরা লাকসাম নওয়াববাড়ির পাশাপাশি মসজিদটিও পরিদর্শনে আসেন।’ মসজিদটির প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ বাড়িকে ইতোমধ্যে প্রত্নপর্যটন কেন্দ্রে রূপান্তর করেছে। ভবিষ্যতে বাড়িটির পাশাপাশি মসজিদটিকে আরও দৃষ্টিনন্দিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল