ম্যারাডোনা, রোনালদিনহো, মেসিদের পর বার্সেলোনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি উঠেছে তরুণ বিস্ময় লামিন ইয়ামালের গায়ে। আর তার নামেই শুরু হয়েছে বাণিজ্যিক ঝড়।
স্প্যানিশ গণমাধ্যম কুলে মানিয়ার তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ইয়ামালের নতুন ১০ নম্বর জার্সির ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছে প্রায় ৭০ হাজার জার্সি। যা থেকে ১০ মিলিয়ন ইউরোর (প্রায় ১২০ কোটি টাকা) রাজস্ব আয় করেছে বার্সা।
১৬ জুলাই দুপুরে ইয়ামালের ১০ নম্বর জার্সির ঘোষণা দেয় বার্সা। সেইদিন বিকেলেই স্পোটিফাই ক্যাম্প ন্যুতে অবস্থিত ‘বার্সা বতিগা’ স্টোরে দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। অনলাইন স্টোরেও প্রথম ঘণ্টার মধ্যেই বিক্রি হয় হাজার হাজার জার্সি।
বৃহস্পতিবার সকালে বিক্রির গতি বেড়ে যায় দ্বিগুণেরও বেশি।
ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন দ্রুত বিক্রি তারা আগে কখনো দেখেনি। বার্সেলোনা মনে করে, ইয়ামালের কাঁধে ১০ নম্বর তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধু মাঠেই নয়, বিপণন দিক থেকেও ছিল মাস্টারস্ট্রোক। মেসি, রোনালদিনহোদের উত্তরসূরি হিসেবে ইয়ামালকে দারুণভাবে প্রতিষ্ঠা করতে চাইছে ক্লাব।
ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা আত্মবিশ্বাসী, ইয়ামালের জনপ্রিয়তা এবং নতুন বিপণন কৌশল মিলিয়ে ২০২৪-২৫ মৌসুম হবে বার্সেলোনার ইতিহাসে অন্যতম লাভজনক মৌসুম।
বিডি প্রতিদিন/কেএ