চেলসি থেকে উইঙ্গার ননি মাদুয়েককে ৪৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছে আর্সেনাল। মাদুয়েক যুক্তরাষ্ট্রে হওয়া ক্লাব বিশ্বকাপে চেলসির স্কোয়াডে ছিলেন।
শুক্রবার দলবদলের খবর নিজেই জানিয়েছেন এই ইংলিশ উইঙ্গার।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আর্সেনালে আসতে পেরে আমি ধন্য। যারা এটি সম্ভব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি মাঠে নামতে এবং আমার প্রতি দেখানো বিশ্বাসের প্রতিদান দিতে আর অপেক্ষা করতে পারছি না। বিষয়টি অসাধারণ হতে চলেছে।
আর্সেনালের কোচ আর্তেতা বলেছেন, ননি একজন দারুণ তরুণ খেলোয়াড়। সাম্প্রতিক মৌসুমগুলোতে তার পারফরম্যান্স এবং পরিসংখ্যান ধারাবাহিকভাবে উচ্চ মানের ছিল। সে প্রিমিয়ার লিগের সবচেয়ে প্রতিভাবান লেফট উইঙ্গারদের একজন। মাত্র ২৩ বছর বয়সেও ননি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা পেয়েছে। সে প্রিমিয়ার লিগের খেলার ধরন খুব ভালোভাবে বুঝতে পারে।
তিনি বলেন, সাম্প্রতিক মৌসুমগুলোতে ননির পারফরম্যান্সের মান কাছ থেকে দেখে, আমরা সত্যিই আনন্দিত যে সে আমাদের সাথে যোগ দিচ্ছে। তার আগমন আমাদের স্কোয়াডকে সত্যিই উন্নত করবে।
২০২৩ সালের জানুয়ারিতে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসভি আইন্দহোভেন থেকে চেলসিতে যোগ দেন ননি। এরপর দ্য ব্লুজদের হয়ে ৯২ ম্যাচে ২০টি গোল করেছেন তিনি। গত মৌসুমে চেলসির কনফারেন্স লিগ জিততেও তিনি সহায়তা করেন। এর আগে ননি ক্রিস্টাল প্যালেস ও তারপর টটেনহ্যামের একাডেমিতে ছিলেন।
২০২৪ সালের আগস্টে তার ইংল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয়। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারানোর ম্যাচে হ্যারি কেইনের জয়সূচক গোলে সহায়তা করেন ননি। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে দলে ভেড়ালো আর্সেনাল।
সোর্স : বিবিসি স্পোর্টস
বিডি প্রতিদিন/কেএ