সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারিনায় টুর্নামেন্টের দ্বিতীয় দেখায়ও ভুটানের মেয়েদের উড়িয়ে দেন আফঈদা-তৃষ্ণা-মুনকিরা। ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নেয় স্বাগতিকরা। বর্তমানে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আধিপত্য বিস্তার করছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রথম দেখায় স্বাগতিক বাংলাদেশ ৪-১ গোলে পরাজিত করে ভুটানকে। আজ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের ফিরতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কিংস অ্যারিনায় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। যদিও শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন বাটলারের মেয়েরা।
শ্রীলঙ্কা ম্যাচের আগে গতকাল টিম হোটেলে মেয়েরা রিকভারি সেশন কাটিয়েছে বলে জানান দলের ম্যানেজার মাহমুদা আক্তার। তিনি বলেন, ‘দলে কোনো চোট সমস্যা নেই। মেয়েরা সুস্থ আছে। তারা তাদের সেরাটা দিচ্ছে।’ টুর্নামেন্টের বাকি দুই ম্যাচেও মেয়েরা একই পারফরম্যান্স ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতার প্রথম দেখায় সফরকারী শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বিপক্ষে দাপুটে জয় তুলে নেন লাল-সবুজের মেয়েরা। প্রথমবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে সাগরিকা ও ভুটানের বিপক্ষে শান্তি মার্ডি হ্যাটট্রিক করেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি করে গোল করেছেন এ দুই বাংলাদেশি ফুটবলার। সাত গোল করে প্রতিযোগিতার শীর্ষ গোলদাতা নেপালের পূণিমা রাই।
শ্রীলঙ্কা এখনো সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্টের খাতা খুলতে পারেনি। বাংলাদেশের কাছে ৯-১ পরাজয় দিয়ে এ প্রতিযোগিতা শুরু করে তারা। পরে ভুটানের কাছে ৫-০, নেপালের কাছে ৭-০ এবং দ্বিতীয়বারের দেখায় নেপালের কাছে আবারও ৭-০ গোল ব্যবধানে হারে লঙ্কানরা। আজ আবার আফঈদা-মুনকি-শান্তিদের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২১ জুলাই নেপালের বিপক্ষে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী বাংলাদেশ ও নেপাল ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।