বেশ কিছুদিন আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপেই আন্তর্জাতিক ফুটবলে বুটজোড়া খুলে ফেলবেন। সেই ঘোষণার পর থেকেই আর্জেন্টাইনরা আবেগের সাগরে ভাসছে। আলবেসিলেস্ত খ্যাত দেশটির জন্য লিওনেল মেসি এক আবেগেরই নাম। এ মেসিই ইতিহাসের অন্ধকারে হারিয়ে যেতে পারতেন। বিশেষ করে কোপা আমেরিকার ফাইনালে টানা পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। মেসিকে দলে ফেরাতে আর্জেন্টাইনরা বিরাট মিছিল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন। এরপর একে একে জয় করেছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং কোপা আমেরিকা। জয় করেছেন লাতিন আমেরিকা ও ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমাও। লিওনেল মেসি আর্জেন্টিনারই কেবল নন, ফুটবল ইতিহাসের সেরা নায়ক হয়ে উঠলেন। পেলে, দিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা? এই বিতর্ক কখনোই শেষ হওয়ার নয়। কিন্তু লিওনেল মেসিকে শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে গেলেন সেই কিংবদন্তিরাই!
লিওনেল মেসির বিদায় আগামী বিশ্বকাপের পরে হলেও আর্জেন্টিনার মাটিতে শেষ সম্ভবত আজই। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনা আজ মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলার। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এরপর বাছাই পর্বে একটা ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে, প্রতিপক্ষের মাটিতে। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। তবে ভেনেজুয়েলার বিপক্ষেই আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসি! আলবেসিলেস্তদের কোচ লিওনেল স্কালোনি অবশ্য আশা করেন, এরপরও মেসি আর্জেন্টিনার মাটিতে খেলবেন। সেই আশা আর্জেন্টাইন সমর্থকদেরও। তবে আজ লিওনেল মেসির প্রতি সম্মান জানাতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা। সম্ভবত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মেসিভক্তও।
লিওনেল মেসি বুয়েন্স আয়ার্সে অনেক ম্যাচ খেলেছেন। গোলও করেছেন। ভেনেজুয়েলার বিপক্ষেও এই মাঠে গোল আছে মেসির। আজও কী তিনি গোল করতে পারবেন? ইন্টার মায়ামির জার্সিতে একের পর এক গোল করে চলেছেন মেসি। চলতি মৌসুমে এরই মধ্যে ক্লাব ফুটবলে ৩৪ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতেও ম্যাজিক দেখাতে পারেন মেসি!