বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অবশ্যই যারা বৈধ আছে। নির্বাচনকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না।
বৃহস্পতিবার সন্ধ্যয় নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল কাদির ভূঁইয়া বলেন, ষড়যন্ত্র, দালালি, বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অধিকারকে আবারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অবশ্যই অবশ্যই মেনে নেবে না। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা আর চাই না ফ্যাসিস্ট হাসিনার কোনো অপশক্তি অন্য কোনো ভিন্ন নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে মানুষের ভোটাধিকার হরণ করুক। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা, লড়াই করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আব্দুল কাদির ভূঁইয়া আরও বলেন, জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে।বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে।
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ