ডিসেম্বরে ভারতের মাটিতে যুব বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। জাতীয় দলের বিশ্বকাপ খেলাটা স্বপ্নই বলা যায়। যারা এশিয়া কাপ সেমিফাইনাল খেলতে পারে না তারা আবার হকির দুনিয়াসেরা আসরে খেলবে কীভাবে? চূড়ান্ত পর্বে খেলুক আর নাই বা খেলুক। বিশ্বকাপের আলোচনায় বাংলাদেশের নাম তো উচ্চারিত হচ্ছে। এবারই প্রথম বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের দল। গতকাল ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে কাজাখস্তানকে পরাজিত করেছে। এটি ছিল এশিয়া কাপের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ। জয় পেয়েই বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিলেন আশরাফুলরা।
এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলবে। যা আগামী বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি পাঁচ দলকে খেলতে হবে বাছাইপর্বে। সেরা ছয় দল সুযোগ পাচ্ছে বলেই কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের বাছাইপর্ব নিশ্চিত হয়ে গেছে। এখন পাঁচ না ছয়ে থেকে খেলবে সেটাই অপেক্ষা। আগাগীকাল জাপানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। আট দেশের টুর্নামেন্টে কাজাখস্তান ও চীন তাইপের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা হলো না।
প্রতিপক্ষ কাজাখস্তান শক্তির দিক দিয়ে এতটা পিছিয়ে ছিল যে, বাংলাদেশ জিতবেই তা ধরে নেওয়া হয়েছিল। তারপরও তো খেলার কথা বলা যায় না। অঘটন বলে তো কথা আছে। না, মাঠে কাজাখস্থানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। হেসে খেলে জিতে গেছে।
খেলার চেহারা দেখেই মনে হচ্ছিল যে কোনো সময় গোল করে এগিয়ে যাবে বাংলাদেশ। আশরাফুলদের সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল কাজাখরা। স্রোতের বিপরীতে আর কতক্ষণ থাকা যায়। ১০ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারে আরও তৎপর ছিল বাংলাদেশ। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আশরাফুলই। ২৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন রোমান সরকার। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে আবার গোল করেন রোমান। ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের বিজয়ও নিশ্চিত হয়। এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন তৈয়ব আলী। শেষের দিকে কাজাখস্তান একটি গোল শোধ করে এই যা। পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপে খেলার সুযোগ আসে বাংলাদেশের। এদিকে গতকাল সুপারফোরের লড়াইয়ে জয় পেয়েছে চীন ও ভারত। চীন ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। অন্যদিকে ভারত ৪-১ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। ফাইনাল খেলবে সুপারফোরের শীর্ষ দুই দল। দুই ম্যাচ করে খেলে ভারত শীর্ষে ও চীন ২-এ অবস্থান করছে।