নীলফামারীর ডোমার রেল স্টেশনের শৌচাগার থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ডোমার ফায়ার সার্ভিসের সহযোগিতায় গতকাল ভোরে লাশটি উদ্ধার করে রেল স্টেশন কর্তৃপক্ষ। তাহেরুল ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের গনির স্কুল ডাঙ্গাপাড়ার ফজল উদ্দিনের ছেলে। পরিবার জানায়, শুক্রবার ব্যবসার কাজে বিরামপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাহেরুল। সবশেষ শুক্রবার রাতে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়েছিল। গতকাল ভোর ৬টার দিকে ডোমার রেল স্টেশন থেকে ফোনে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। তাহেরুল দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিবারের লোকজন। ডোমার স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, মৃতের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেওয়া হয়। সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।