বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

এলএসডি, হেরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদক, ১ কেজি হেরোইনসহ হাসানুজ্জামান নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। হাসানুজ্জামান কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়ার মাদরা সীমান্ত দিয়ে ভয়ংকর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক, ১ কেজি হেরোইনসহ চোরকারবারি হাসানুজ্জামানকে আটক করা হয়। জব্দ এলএসডি ও হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ খবর