শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

গোখাদ্যের দাম দ্বিগুণ বিপাকে খামারি

পাবনা প্রতিনিধি

গোখাদ্যের দাম দ্বিগুণ বিপাকে খামারি

দেশে গরু পালনের শীর্ষ পর্যায়ে রয়েছে পাবনা জেলা। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পাবনায় গরু পালনের খরচের সঙ্গে গরুর দামও বেড়েছে। দেশে গরু পালনের দিক থেকে শীর্ষ পর্যায়ে থাকা এ এলাকায় গরুর দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে মাংসের বাজারেও। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে গোখাদ্যের দাম আরেক দফা বেড়েছে। এতে খামারিদের গরু পালনের খরচও আরেক দফা বেড়েছে। এতে হাটে যে দামে গরু বিক্রি হচ্ছে, তাতে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা। আসন্ন কোরবানিতে গরুর দাম বাড়বে বলেও ধারণা ক্রেতাসহ সংশ্লিষ্টদের। বাজার খরচে কাটছাঁট, ঘাটতি বাড়ছে পুষ্টির-  খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই কারণে মূলত এখন হাটে বিক্রির জন্য গরু উঠছে কম। কেননা গরু পালনের খরচের তুলনায় দাম কম। তাই বাড়তি দামের আশায় এখনই বেশির ভাগ খামারি গরু বিক্রি করতে চাইছেন না। অন্যদিকে কোরবানির হাট সামনে রেখে যারা গরু কিনতেন, তারা এখন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু কেনার সাহস করছেন না। খামারিদের ধারণা, এক বছরের ব্যবধানে গরু পালনের খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। ফলে আগেভাগে গরু কিনে তার পেছনে বাড়তি খরচ করে কোরবানির হাটে খুব বেশি লাভ করা যাবে না। ফলে হাটে গরু উঠছে কম। তবে গরু বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, এ মৌসুমে বিয়ে-শাদিসহ নানা সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় গরুর মাংসের চাহিদা বেড়েছে। এ কারণে গরুর দামও বেড়ে গেছে। বেড়া বাজারের গরু ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, সপ্তাহদুয়েক আগে যে গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা ছিল, এখন তা বেড়ে এখন ৭৫ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর