অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা বলে গ্রাহকের ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হওয়া জনতা ব্যাংক সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার পিওন আওলাদ হোসেন রঞ্জুকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার শাহজাদপুর থানা পুলিশের অভিযানে গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জু শাহজাদপুরের পারকোলার নুরুল হকের ছেলে। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা। তিনি বলেন, ৬ জুলাই জনতা ব্যাংক শাহজাদপুর শাখার গ্রাহক আবু হানিফ টাকা উত্তোলনের চেক জমা দিলে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এ সময় তিনি ব্যাংক কর্মকর্তাদের বলেন, ২ মে পিওন আওলাদ হোসেন রঞ্জুর মাধ্যমে ৫ লাখ টাকা জমা রেখেছেন। ম্যানেজার জেহাদুল ইসলাম জানান, ওই তারিখে হানিফের নামে কোনো ভাউচার নেই এবং আওলাদ হোসেন রঞ্জু ঈদের ছুটির পর থেকে ব্যাংকে অনুপস্থিত। রঞ্জুর অনুপস্থিতির বিষয় জানাজানি হলে গ্রাহকরা ব্যাংকে আসতে শুরু করেন। এ বিষয়ে ম্যানেজার থানায় জিডি করেন। পরবর্তীতে ম্যানেজার জানতে পারেন, রঞ্জু গ্রাহকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরি করে ২৫ জন গ্রাহকের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। রঞ্জু জানান, ২০২২ সালের শুরুতে গ্রাহকদের কাছ থেকে জালিয়াতি করে টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। পরিচিত লোকদের টার্গেট করে তাদের অ্যাকাউন্ট খুলে দেন। গ্রাহকরা তাকে বিশ্বাস করতেন। তার মাধ্যমেই অ্যাকাউন্টের টাকা জমা ও উত্তোলন করতেন গ্রাহকরা। কেউ টাকা জমা দিতে এলে তার কাছে দিয়ে চলে যেতেন। তিনি টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখতেন এবং পর দিন গ্রাহককে ভুয়া জমা রশিদ দিতেন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাৎ ব্যাংকের পিওন গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর