নওগাঁর রাণীনগরে পুকুর থেকে পানি সেচের সময় মোটরের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিক শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে ও কালীগ্রাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।