শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

পৌরসভায় ৬০ কোটি টাকার দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার বিরুদ্ধে আড়াই বছরে পৌরসভার ৬০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এম এ কে আজাদ নামে পৌরসভার এক ঠিকাদার সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে এ অভিযোগ করেন। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (পৌর-১ শাখা) উপ-সচিব আবদুর রহমান। অভিযোগ অস্বীকার করে পৌর-মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ‘অভিযোগকারী এম এ কে আজাদ নিজেই দুর্নীতিগ্রস্ত মানুষ। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য বগুড়া পৌরসভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পৌরসভায় অবৈধ কাজ করতে না পেরে, তিনি আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’ এদিকে অভিযোগকারী পৌরসভার ঠিকাদার আজাদ বলেন, ‘মেয়র আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। দুর্নীতিবাজ মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী।

সর্বশেষ খবর