মাগুরায় স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক ছাত্রদল নেতা হত্যার দায় বিএপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আওয়ামী লীগের ওপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তৈয়েবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা মহম্মদপুর থানার অফিসার ওসি বোরহান উল ইসলাম। সংবাদ সম্মেলনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তৈয়েবুর রহমান ২০ আগস্ট রাত ৮টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছে। এ বিষয় নিয়ে তার বড় চাচা নুরুল ইসলাম আমাদের জানিয়েছেন রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাওভাঙ্গা গ্রামের রাজা তার ফেসবুক পেজে তৈয়েবকে নিয়ে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি ছিল ‘এ লোকটাকে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি করার কারণে রাজাপুর ইউনিয়ন তথা মহম্মদপুর উপজেলা ছাত্রদলের শুনাম ক্ষুণ হয়েছে’।