রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৬ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- জালাল ফকির (৪৬), আলমগীর খান (৩৭), ফরহাদ সরদার (৩৪), রুবেল মন্ডল (৩০), আবুল ফকির (৪৫), হালিম মোল্লা (৩৫), আলাল ফকির (৫২) ও জসিম ফকির (৪০)। তারা টাঙ্গাইল ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।