সিলেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু আহমদ (২৮) নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ার আমজদ মিয়ার ছেলে। সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছালে ওই যুবক কাটা পড়েন। ধারণা করা হচ্ছে- দুর্ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি।