পদ্মার ভাঙনের শিকার হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের উদয়নগরে বাংলাদেশি ভূখন্ড। দুটি সীমান্ত পিলার এর আগেই নদীগর্ভে চলে গেছে। এ কারণে এখানে উপায় নেই সীমানা নির্ধারণের। তাই ভেঙে যাওয়া ভূখন্ড চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করতে পারছে না। কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া উদয়নগর এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদীর অপর প্রান্তে রাজশাহীতে স্থায়ী আই বাঁধে ধাক্কা খেয়ে পদ্মার স্রোতধারা চেপে আসছে এপারে দৌলতপুরের উদয়নগর এলাকায়। সেই স্রোতের চাপে নিয়মিত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখানে ভাঙতে ভাঙতে নদী প্রস্থে ৫ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। স্থানীয়রা বলছেন- যেসব এলাকা কিছুদিন আগেও নদী থেকে এক কিলোমিটার দূরে ছিল তা এখন ভাঙনের মুখে। স্থানীয় বৃদ্ধ মোসলেম খান বলেন, ‘আমার জীবনে সাতবার পদ্মার ভাঙনের শিকার হয়েছি। বারবার বসতভিটা বদলাতে হয়েছে। কোথাও দুই বছর, কোথাও চার বছর, সাত বছর বাস করেছি। পশ্চিম উদয়নগরে আছি ১০ বছর। এবার আর মনে হয় থাকতে পারব না। নদী খুব কাছে চলে এসেছে।’ আরেক বয়স্ক ব্যক্তি মুরাদ মাল বলেন, ‘আমার জায়গা-জমি সব ভেঙে গেছে। ভাঙে আর সরে আসি। সামর্থ্য থাকলে জমি কিনে দূরে গিয়ে বাস করতাম। বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম খান বলেন, ক্যাম্পটির জন্য বা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এখানে স্থায়ী বাঁধের কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তিনি বলেন, এই এলাকার দুটি আন্তর্জাতিক সীমানা পিলার এর আগে চলে গেছে নদীগর্ভে। তাই নদীর ভিতরে ভেঙে যাওয়া এলাকা কোন দেশের তা আর নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
পদ্মায় ভাঙন, হুমকিতে উদয়নগর
জাহিদুজ্জামান, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর