পদ্মার ভাঙনের শিকার হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের উদয়নগরে বাংলাদেশি ভূখন্ড। দুটি সীমান্ত পিলার এর আগেই নদীগর্ভে চলে গেছে। এ কারণে এখানে উপায় নেই সীমানা নির্ধারণের। তাই ভেঙে যাওয়া ভূখন্ড চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করতে পারছে না। কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া উদয়নগর এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদীর অপর প্রান্তে রাজশাহীতে স্থায়ী আই বাঁধে ধাক্কা খেয়ে পদ্মার স্রোতধারা চেপে আসছে এপারে দৌলতপুরের উদয়নগর এলাকায়। সেই স্রোতের চাপে নিয়মিত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখানে ভাঙতে ভাঙতে নদী প্রস্থে ৫ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। স্থানীয়রা বলছেন- যেসব এলাকা কিছুদিন আগেও নদী থেকে এক কিলোমিটার দূরে ছিল তা এখন ভাঙনের মুখে। স্থানীয় বৃদ্ধ মোসলেম খান বলেন, ‘আমার জীবনে সাতবার পদ্মার ভাঙনের শিকার হয়েছি। বারবার বসতভিটা বদলাতে হয়েছে। কোথাও দুই বছর, কোথাও চার বছর, সাত বছর বাস করেছি। পশ্চিম উদয়নগরে আছি ১০ বছর। এবার আর মনে হয় থাকতে পারব না। নদী খুব কাছে চলে এসেছে।’ আরেক বয়স্ক ব্যক্তি মুরাদ মাল বলেন, ‘আমার জায়গা-জমি সব ভেঙে গেছে। ভাঙে আর সরে আসি। সামর্থ্য থাকলে জমি কিনে দূরে গিয়ে বাস করতাম। বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম খান বলেন, ক্যাম্পটির জন্য বা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এখানে স্থায়ী বাঁধের কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তিনি বলেন, এই এলাকার দুটি আন্তর্জাতিক সীমানা পিলার এর আগে চলে গেছে নদীগর্ভে। তাই নদীর ভিতরে ভেঙে যাওয়া এলাকা কোন দেশের তা আর নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা