পদ্মার ভাঙনের শিকার হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের উদয়নগরে বাংলাদেশি ভূখন্ড। দুটি সীমান্ত পিলার এর আগেই নদীগর্ভে চলে গেছে। এ কারণে এখানে উপায় নেই সীমানা নির্ধারণের। তাই ভেঙে যাওয়া ভূখন্ড চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করতে পারছে না। কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া উদয়নগর এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদীর অপর প্রান্তে রাজশাহীতে স্থায়ী আই বাঁধে ধাক্কা খেয়ে পদ্মার স্রোতধারা চেপে আসছে এপারে দৌলতপুরের উদয়নগর এলাকায়। সেই স্রোতের চাপে নিয়মিত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখানে ভাঙতে ভাঙতে নদী প্রস্থে ৫ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। স্থানীয়রা বলছেন- যেসব এলাকা কিছুদিন আগেও নদী থেকে এক কিলোমিটার দূরে ছিল তা এখন ভাঙনের মুখে। স্থানীয় বৃদ্ধ মোসলেম খান বলেন, ‘আমার জীবনে সাতবার পদ্মার ভাঙনের শিকার হয়েছি। বারবার বসতভিটা বদলাতে হয়েছে। কোথাও দুই বছর, কোথাও চার বছর, সাত বছর বাস করেছি। পশ্চিম উদয়নগরে আছি ১০ বছর। এবার আর মনে হয় থাকতে পারব না। নদী খুব কাছে চলে এসেছে।’ আরেক বয়স্ক ব্যক্তি মুরাদ মাল বলেন, ‘আমার জায়গা-জমি সব ভেঙে গেছে। ভাঙে আর সরে আসি। সামর্থ্য থাকলে জমি কিনে দূরে গিয়ে বাস করতাম। বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম খান বলেন, ক্যাম্পটির জন্য বা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এখানে স্থায়ী বাঁধের কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তিনি বলেন, এই এলাকার দুটি আন্তর্জাতিক সীমানা পিলার এর আগে চলে গেছে নদীগর্ভে। তাই নদীর ভিতরে ভেঙে যাওয়া এলাকা কোন দেশের তা আর নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত