পদ্মার ভাঙনের শিকার হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরের উদয়নগরে বাংলাদেশি ভূখন্ড। দুটি সীমান্ত পিলার এর আগেই নদীগর্ভে চলে গেছে। এ কারণে এখানে উপায় নেই সীমানা নির্ধারণের। তাই ভেঙে যাওয়া ভূখন্ড চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও ভাঙন প্রতিরোধ করতে পারছে না। কুষ্টিয়ার আমলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া উদয়নগর এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদীর অপর প্রান্তে রাজশাহীতে স্থায়ী আই বাঁধে ধাক্কা খেয়ে পদ্মার স্রোতধারা চেপে আসছে এপারে দৌলতপুরের উদয়নগর এলাকায়। সেই স্রোতের চাপে নিয়মিত নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখানে ভাঙতে ভাঙতে নদী প্রস্থে ৫ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। স্থানীয়রা বলছেন- যেসব এলাকা কিছুদিন আগেও নদী থেকে এক কিলোমিটার দূরে ছিল তা এখন ভাঙনের মুখে। স্থানীয় বৃদ্ধ মোসলেম খান বলেন, ‘আমার জীবনে সাতবার পদ্মার ভাঙনের শিকার হয়েছি। বারবার বসতভিটা বদলাতে হয়েছে। কোথাও দুই বছর, কোথাও চার বছর, সাত বছর বাস করেছি। পশ্চিম উদয়নগরে আছি ১০ বছর। এবার আর মনে হয় থাকতে পারব না। নদী খুব কাছে চলে এসেছে।’ আরেক বয়স্ক ব্যক্তি মুরাদ মাল বলেন, ‘আমার জায়গা-জমি সব ভেঙে গেছে। ভাঙে আর সরে আসি। সামর্থ্য থাকলে জমি কিনে দূরে গিয়ে বাস করতাম। বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম খান বলেন, ক্যাম্পটির জন্য বা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এখানে স্থায়ী বাঁধের কোনো বিকল্প নেই। সেই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তিনি বলেন, এই এলাকার দুটি আন্তর্জাতিক সীমানা পিলার এর আগে চলে গেছে নদীগর্ভে। তাই নদীর ভিতরে ভেঙে যাওয়া এলাকা কোন দেশের তা আর নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পদ্মায় ভাঙন, হুমকিতে উদয়নগর
জাহিদুজ্জামান, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর