লক্ষ্মীপুরে ডাকাতি করতে এসে গৃহকর্তাকে হত্যা মামলায় ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর দণ্ডাদেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৮ বছর পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম গতকাল এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন ওরফে পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মকবুল হোসেনের ঘরে হানা দেয় ডাকাত দল। মালামাল নিয়ে যাওয়ার সময় মকবুল বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় পরদিন মকবুলের মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        