বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নাজমা উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুরের শাহজাহান ভূঁইয়ার স্ত্রী। স্বজনরা জানায়, জ্বর ও মাথা ব্যথা নিয়ে নাজমাকে গত বৃহস্পতিবার রূপগঞ্জের কর্নগোপ এলাকার ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। প্রথম পরীক্ষায় শরীরের প্লাটিলেটের মাত্রা ছিল ২ লাখের বেশি। চিকিৎসার দ্বিতীয় দিনে ২ লাখে নিচে নেমে আসে। তৃতীয় দিনে প্লাটিলেট মাত্রা হয় ৮৫ হাজার। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ওমর ফারুক বলেন, নাজমা নামের রোগীর চিকিৎসায় কোনো ত্রুটি রাখিনি।

সর্বশেষ খবর