পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবেন না- হুমকি দিয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ। চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শনিবার বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে পথসভায় এ হুমকি দেন তিনি। তার এ বক্তব্য নিয়ে জেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। এর আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের অংশগ্রহণে চাটমোহর পৌর এলাকায় নৌকার পক্ষে মিছিল করা হয়। পথ সভায় সবুজ আরও বলেন, ‘যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা নৌকার বিপক্ষে অবস্থান করলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগের কোনো সংগঠনে আমরা তাকে জায়গা দেব না।’ পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল হামিদ মাস্টার বলেন, বিষয়টি নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করব।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        