শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় বাংলাদেশ ফেস্টিভ্যাল

পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে সাগর কন্যা কুয়াকাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজন করে। গতকাল সকালে উৎসব উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ পর্যটকরা অংশ নেন। র‌্যালি শেষে স্থানীয় হোটেলে পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার হয়।

আয়োজনের মূল কেন্দ্রস্থল সৈকতের পর্যটন পার্কের পশ্চিম পাশে। সেখানে রয়েছে ৬০টি স্টল। এতে রয়েছে রাখাইনদের তৈরি পিঠাপুলি, ফিস ফ্রাই, পান্তা ইলিশ, তাত বস্ত্র। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ এ উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ও ঘুড়ি উড়ানো, রাখাইন নৃত্য ও পুতুল নাচ। এমন আয়োজনে কুয়াকাটার ব্যবসায়ীসহ আগত পর্যটকরা অনেকটা উৎফুল্ল।

সর্বশেষ খবর