দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে গেছে জনজীবন। নীলফামারীর সৈয়দপুরে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর : জেলায় বিকালের পর থেকে শুরু হয় হিমেল বাতাস, সন্ধ্যা থেকে পড়তে থাকে ঘন কুয়াশা। দিনেও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ রয়েছেন চরম সমস্যায়। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এ মাসে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। কেউবা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। দিনমজুর আবদুর রহিম জানান, দুই দিন ধরে ঠান্ডা বাতাসে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। কাজে যেতে পারছি না। কাজেও কেউ ডাকে না। লালমনিরহাট : জেলায় তিন দিন ধরে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তিস্তা-ধরলাপাড়ের শতাধিক চরের মানুষের অবস্থা একেবারে কাহিল। সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৭ শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়েছেন ৯৩ জন। জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। মহাসড়কগুলোতে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার সকাল ১১টায়ও লালমনিরহাটে সূর্যের মুখ দেখা মেলেনি। গতকাল লালমনিরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতে শিশু ও বৃদ্ধরা কাহিল হয়ে পড়ছেন। অনেকে খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নীলফামারী : দুই দিন ধরে নীলফামারীতে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেসরকারি দুটি এয়ারলাইনসের একটি করে ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, সৈয়দপুরের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের সর্বনিম্ন। সকালে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা